সবুজ ত্রিপুরা, চুড়াইবাড়ি
প্রতিনিধি, ১২ মার্চ :- অদম্য ইচ্ছাশক্তি আর কর্মনিষ্ঠতার দ্বারা জৈবিক পদ্ধতিতে চাষাবাদ করে সেরা কৃষক হিসেবে রাষ্ট্রীয়
সম্মান পেলেন রাজ্যের একজন চাষী। তার নাম বিশ্বজিৎ দাস, বাড়ি কদমতলা মহকুমাধীন
চান্দপুর গ্রামে। ভারতীয় কৃষি অনুসন্ধান কেন্দ্র দ্বারা আয়োজিত কৃষি বিজ্ঞান মেলায় গোটা
ভারতবর্ষের ৩৯ জন কৃষককে পুরস্কৃত করা হয়েছে, যাদের মধ্যে ত্রিপুরার
একমাত্র কৃষক হিসেবে ইনোভেটিভ ফার্মার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বিশ্বজিৎ দাস। তিনি জৈবিক পদ্ধতিকে চাষাবাদকে গুরুত্ব দিয়েছেন এবং
মানুষকেও উৎসাহিত করেছেন। তার স্বল্প জায়গার মধ্যে চাষাবাদের পাশাপাশি গোপালন, মৎস্যচাষ ইত্যাদি করে
অনেক উন্নতি করেছেন।
কদমতলা মহকুমার কৃষিদপ্তরের পক্ষ
থেকে উনাকে দিল্লিতে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল এবং জাতীয় স্তরে
পুরষ্কারের জন্য উনার নাম পাঠানো হয়েছিল বলে জানান কদমতলা মহকুমার কৃষি
আধিকারিক শ্রী সুরজিৎ রায়। বিশ্বজিৎ দাসের সাথে সাক্ষাতকারে তিনি বলেন, চাষবাস সম্বন্ধিত সঠিক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করলে করলে রাজ্যের কৃষকরা বাজারে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন এবং ফলস্বরূপ চাষবাসে তাদের আগ্রহও বাড়বে। তিনি আশাবাদী, কৃষকরা অদূর ভবিষ্যতে জৈবিক পদ্ধতিতে চাষবাস করবেন। সরকার
যেভাবে কৃষকদের সাহায্যে এগিয়ে আসায় অনেক ক্ষেত্রে সাফল্য মিলছে, এতে কৃষিকাজের মাধ্যমে তারা স্বনির্ভরতার মুখ দেখবেন। একটি পুস্তিকায় বিশ্বজিৎ
দাসের ছবি সহ উনার কর্ম বিবরণী প্রকাশ হয়েছে। বিশ্বজিৎ দাসের এই সাফল্যে উত্তর জেলার
কৃষক মহলে খুশির ছোঁয়া লেগেছে।
আরও পড়ুন : শনিছড়াতে হাইব্রিড ধান চাষের প্রশিক্ষণ প্রদান
0 মন্তব্যসমূহ