উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহের "স্থায়ী উন্নয়নের লক্ষ্য ২০২০" শীর্ষক কনক্লেভ ২০২০



সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ২২ ফেব্রুয়ারী:- নীতি আয়োগের উদ্যোগে নর্থ ইস্টার্ণ কাউন্সিল, আসাম সরকার, টাটা ট্রাস্ট, ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং রিসার্চ এন্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভলাপিং কান্টি্র’স(আরআইএস) যৌথ উদ্যোগে গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে "স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা  ২০২০: অংশীদারি, সহযোগিতা ও বিকাশ" শীর্ষক একটি কনক্লেভ৷

 অনুষ্ঠিত হতে চলেছে গুয়াহাটিস্থিত অসম এডমিনিষ্টি্রটেটিভ স্টাফ কলেজে আগামী ২৪-২৬ ফেব্রুয়ারি তিনদিনের এই কর্মসূচীতে উপস্থিত থাকবেন উত্তর পূর্বের সমস্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা৷ উদ্বোধনী অনুষ্ঠানে পৌরহিত্য করবেন নিতি আয়োগের ভাইস চেয়ারম্যান ড. রাজীব কুমার, ডোনার মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং, অরুণাচল প্রদেশ, অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা, জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর মিস রেনাটা লোক ডেসালিয়েন এবং নিতি আয়োগের সিইও শ্রী অমিতাভ কান্ত৷



টেকনিক্যাল অধিবেশনগুলিতে থাকবে উত্তর-পূর্বে এসডিজির স্থানীয়করণ, অর্থনৈতিক সমৃদ্ধি ও দীর্ঘমেয়াদী জীবিকা, জলবায়ু অভিযোজিত কৃষি, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা, সংযোগ ও পরিকাঠামো উন্নয়ন এবং অসমতা ও বর্জন সম্পর্কিত সেশন৷ প্রত্যেকটা সেশনে একজন প্রখ্যাত বিষয় বিশেষজ্ঞ সভাপতিত্বের দায়িত্বে থাকবেন যিনি অগ্রগতির বিষয় সন্ধান করবে এবং এই অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা করবে বলে আশা করা হচ্ছে
আরও পড়ুন : বিশাখাপত্তনমে প্রথম 'বিমসটেক বন্দরসমূহের কনক্লেভ'-এর উদ্বোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu