কাঞ্চনপুর পুলিশ আটক করল ১০০ বোতল বিলাতী মদ



সবুজ ত্রিপুরা, কাঞ্চনপুর প্রতিনিধি, ১৫ ফেব্রুয়ারী :- উত্তর জেলা পুলিশের নেশার বিরুদ্ধে ক্রমাগত অভিযানে ফলে একের পর এক সাফল্যের কাহিনী উঠে আসছে। আবারও নেশাদ্রব্য পাচাররোধে বড় সাফল্য পেল কাঞ্চনপুর পুলিশ।


ঘটনার বিবরণে প্রকাশ, এক গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে, টিআর-০২-জে০৪০৯ নম্বরের এক‌টি অল্টো গাড়িতে করে বিলাতী মদ পাচার করা হচ্ছে। খবর পাওয়ার সাথে সাথে কাঞ্চনপুর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক শ্রী বিক্রম‌জিৎ শুক্লদাসে নেতৃ‌ত্বে কাঞ্চনপুর থানার পুলিশ বাহিনী রওয়ানা হয় এবং ঊনকোটি জেলার অন্তর্গত পেচারতল-লালজুরী রো‌ডে সন্দ্বিগ্ধ গাড়িটিকে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে ১০০ বোতল বিলাতী মদ উদ্ধার ক‌রে।

কাঞ্চনপুর পুলিশ কর্তৃক আটক বিলাতী মদপাচারকারী গাড়িটি। ছবি : টিংকু নাথ।
 গাড়িতে থাকা দুই জন ব্য‌ক্তি‌কেও আটক করা হয়। এদের নাম যথাক্রমে - জ্যোতি লাল চাকমা, বাড়ী পেচারতল থানাধীন বাগাইচড়া এবং রতন ভানু চাকমা, বাড়ী কাঞ্চনপুর থানাধীন দোপাতাচড়া এলাকায়। পু‌লিশি জিজ্ঞাসাবা‌দে ধৃতরা জানিয়েছে যে, এই বিলাতী মদগুলো তারা কাঞ্চনপুর নি‌য়ে আসার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu