৯৪০০ জনেরও বেশি নজরদারির অধীনে, করোনা ভাইরাস নিয়ে নতুন কোনও ঘটনার রিপোর্ট নেই






সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ১১ ফেব্রুয়ারী :- হংকং এবং চীন ছাড়াও সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে সমস্ত ফ্লাইটের সর্বজনীন স্ক্রিনিং ইতিমধ্যে নির্ধারিত এ্যারো-ব্রিজগুলিতে চলছে। সমস্ত ২১টি বিমানবন্দর, আন্তর্জাতিক সমুদ্রবন্দর এবং সীমান্ত ক্রসিংয়ে এখন যাত্রীদের স্ক্রিনিং চলছে।



এখন পর্যন্ত ২১টি বিমানবন্দরে ১৮১৮টি বিমান এবং ১,৯৭,১৯২ জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়েছে৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সম্ভাব্য সমস্ত রকমের সহযোগিতা করছে এই অভূতপূর্ব করোন ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করতে৷

৩২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৯৪৫২জন ব্যক্তিকে নির্দিষ্ট নজরদারিতে রাখা হয়েছে৷ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কার্যক্রমকে সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া হচ্ছে। যে কোন ঘটনা মোকাবেলায় সমস্ত রাজ্যকে ক্রমে দ্রুত সাড়া দেওয়ার জন্য শক্তিশালী করে তোলা হচ্ছে৷ ১৫১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং কেরলের ৩টি নমুনা পজিটিভ ছাড়া বাকি ১৫০৭টি নমুনার ফল নেগেটিভ পাওয়া গেছে৷



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu