রাজ্যে এটিএম হ্যাকারদের তাণ্ডব, জনতার হাতে আটক এক হ্যাকার




সবুজ ত্রিপুরা, ধর্মনগর প্রতিনিধি, ০২ ফেব্রুয়ারী :- ত্রিপুরায় এটিএম হ্যাকারদের দাপট ক্রমশ বেরে চলেছে। বিগত কয়েকদিন পূর্বেও ত্রিপুরার বেশ কিছু এটিএমে হ্যাকাররা থাবা বসায়। ফলে রাজ্যের অনেক ব্যাঙ্ক গ্রাহকের বহু টাকা আত্মসাৎ করে নেয় ঐ হ্যাকাররা।



পরবর্তীতে ত্রিপুরা সাইবার ক্রাইম ব্রাঞ্চ-এর সক্রিয় ও তৎপর কার্য্যকারিতায় দেশি বিদেশি বেশ কয়েকজন এটিএম হ্যাকার ত্রিপুরা পুলিশের জালে উঠে। কিন্তু তাতেও এটিএম হ্যাকারদের দাপাদাপি রাজ্য থেকে যেন পিছু ছাড়ছে না। গতকাল শনিবার উত্তর জেলার ধর্মনগরের রাজবাড়ীস্থিত এস.বি.আই.-এর এটিএম কাউন্টারের এক প্রবীণ নাগরিক টাকা তুলতে এলে হ্যাকার যুবক সেই ব্যক্তিকে এটিএম পিন নম্বরের কথা বলতেই ব্যক্তির সন্দেহ হয়। পরবর্তীতে উপস্থিত পথচলতি জনতাদের সহযোগিতায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।


পুলিশ হ্যাকার যুবকটির তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বেশ কিছু ভুয়ো এটিএম কার্ড ও একটি এটিএম স্কেনার মেশিন উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, তার নাম সনু বিদ্দু, বাড়ি দিল্লির প্রতাপনগর এলাকায়। পুলিশ ইতিমধ্যে এ মামলায় তদন্ত শুরু করেছে।
ছবি : স্বরূপ ঘোষ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu