সবুজ ত্রিপুরা, পানিসাগর প্রতিনিধি, ১৮ নভেম্বর:
উত্তরের কদমতলা থানাধীন
ব্রজেন্দ্রনগর ৩ নং ওয়ার্ডের তাঁতিপাড়া হত্যাকাণ্ডের ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতারের
পর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আরও একজনকে
জালে তুলতে সক্ষম হয় কদমতলা থানার পুলিশ। তার নাম মদন তাঁতি বয়স (৩৫) পিতা - বাদল
তাঁতি, বাড়ি - ব্রজেন্দ্রনগর তাঁতিপাড়া এলাকায়। জানা গেছে, সে হত্যাকাণ্ডের পর থেকেই
বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল।
অবশেষে গোপন খবরের ভিত্তিতে এবং কদমতলা
থানার ওসি শ্রী কৃষ্ণধন সরকারের তৎপরতায় গতকাল রবিবার পুলিশ মদন তাঁতিকে জালে তুলতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের রিমান্ড
চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে। প্রসঙ্গতঃ, পশ্চিম পানিসাগর
৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত প্রাণকান্ত দাসের সাথে ব্রজেন্দ্রনগর তাঁতিপাড়া এলাকার একটি মেয়ের
গভীর প্রেমের সম্পর্ক ছিল আর সেই সূত্র ধরেই অকালে প্রাণ হারাতে হলো তাকে।
তবে হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটক করে কদমতলা
থানার পুলিশ।
আরও পড়ুন : ব্রজেন্দ্রনগরে অজ্ঞাতপরিচিত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
0 মন্তব্যসমূহ