সবুজ ত্রিপুরা, বিলোনিয়া প্রতিনিধি, ১৫
অক্টোবর : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া
শহরের পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় আজ হঠাৎ করে আগুন লেগে যায়।
বাজার সন্নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশন-এর পাশেই এই অগ্নিকান্ড সংগঠিত হয়।
মুহুর্তে আগুনের লেলিহান শিখায় ও ধোঁয়ার কুণ্ডলীতে সারা এলাকা ছেয়ে যায়।
সাথে
সাথে খবর দেওয়া হয় শান্তিরবাজার অগ্নিনির্বাপক কেন্দ্রে। কিছুক্ষণের মধ্যেই
দমকলবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা চালায়। দেখতে
দেখতে আশেপাশে স্থানীয় জনগণের ভিড় জমে যায়।
বিলোনিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড। ছবি : বিশ্বজিৎ দাস। |
জনগণের
অনুমান যে, বাজারের জনৈক ব্যবসায়ী শ্রী সুভাষ সাহার মুদির দোকানে শর্ট সার্কিট
থেকেই এই আগুনের সূত্রপাত। আগুনের ফলে শ্রী সাহার মুদির দোকানের আশপাশের বিভিন্ন
দোকানপাট ও মানুষের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়।
0 মন্তব্যসমূহ