১-পশ্চিম ত্রিপুরা নির্বাচনী ক্ষেত্রের ১৬৮ টি কেন্দ্রে পুনর্ভোটের ঘোষণা


সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ৯ মে : -পশ্চিম ত্রিপুরা সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের ১৬৮ টি ভোটগ্রহণ কেন্দ্রে আগামী ১২ মে, ২০১৯ তারিখে পুনরায় ভোট গ্রহণ করা হবেএদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব চলবে। গতকাল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেনএই সম্মেলনে বিশেষ মুখ্য নির্বাচন আধিকারিক শ্রী প্রমথ রঞ্জন ভট্টাচার্য্য এবং অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক শ্রী ঊষাজেন মগও উপস্থিত ছিলেন।
          শ্রী তরণীকান্তি জানান যে, ১-পশ্চিম ত্রিপুরা সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের ৩০টি বিধানসভা ক্ষেত্রের মধ্যে ২৬টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের মধ্যে ১৬৮টি ভোটগ্রহণ কেন্দ্রে পুনর্ভোটের প্রক্রিয়া অনুষ্ঠিত হবে, যার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার ৬৬টি, সিপাহীজলার ৫৭টি, গোমতী জেলার ২৮টি এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ১৭টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে।
যে ২৬টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হবে, এর মধ্যে রয়েছে – ১-সিমনা(এস টি) তে ১টি, ২-মোহনপুরে ৬টি, ৩ বামুটিয়া(এস সি) তে ৬টি, ৪-বড়জলা(এস সি) তে ১টি, ৭-রামনগরে ৪টি, ৮-টাউন বড়দোয়ালীতে ৩টি, প্রতাপগড়(এস সি)তে ১০টি, ১৪-বাধারঘাট(এস সি)তে ৩টি, ৫-খয়েরপুরে ১৮টি, ১০-মজলিশপুরে ১০টি, ১১-মান্দাইবাজার(এস টি)তে ৪টি, ১২-টাকারজলা(এস টি)-তে ৬টি, ১৭ গোলাঘাট(এস টি)তে ২টি, ১৫-কমলাসাগরে ৫টি, ১৬-বিশালগড়ে ১৮টি, ১৯-চড়িলাম(এস টি)তে ২টি, ২০-বক্সনগরে ২টি, ২১-নলছড়(এস টি)-তে ৭টি, ২২-সোনামুড়াতে ১টি, ২৩-ধনপুরে ১৪টি, ৩০-বাগমা(এস টি)-তে ৪টি, ৩১-রাধাকিশোরপুরে ৯টি, ৩২-মাতাবাড়িতে ৭টি, ৩৩-কাকড়াবন-শালগড়া(এস সি)-তে ৮টি, ৩৪-রাজনগর(এস সি)-তে ৮টি এবং ৩৫-বিলোনীয়াতে ৯টি
          সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক আরও বলেন যে, ১-পশ্চিম ত্রিপুরা সংসদীয় নির্বাচনী ক্ষেত্রের ১৬৮টি ভোটগ্রহণকেন্দ্রে অবাধ ও সুষ্ঠুভাবে পুনর্ভোটের জন্য সমস্ত রকমের পর্যাপ্ত ব্যবস্থা নয়া হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে। এই পুনর্ভোটের মোট ভোতার সংখ্যা হলো ১,৪১,২৫১ জন যাদের মধ্যে ৭১,৯২০ জন পুরুষ, ৬৯,৩২৮ জন মহিলা এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu