কাঞ্চনপুরে ট্রাকের অতিরিক্ত বোঝার ভারে ভেঙ্গে পড়ল বেইলি ব্রিজ

সবুজ ত্রিপুরা, সংবাদমাধ্যম, ০৩ মে : উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমাধীন জলাবাসা এলাকায় একটি বেইলি সেতু ওভারলোডকৃত কয়লা ট্রাকটি অতিক্রম করার সময় দুর্ঘটনাটি শিকার হয়। ফলে কয়লা বোঝাই ট্রাকটি সেতুসহ নদীতে ভেঙে পড়ে।
           জানা গেছে যে, এই সেতুটি ১৫ টন ক্ষমতা পর্যন্ত ভার বহনে সক্ষম ছিল। কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এ এসে এস ০১ডিডি ৭৫৯৭ ৩৫ টন কয়লা বহন করে সেসময় সেতুটি অতিক্রম করছিলো, যা ছিল সম্পূর্ণভাবে নিয়মসীমার বাইরে। ট্রাকের চালক ও সহকারী বর্তমানে পলাতক।
          এই বেইলি ব্রিজটি ছিল বহির্জগতের সাথে জালাবাসা এলাকার মানুষের জন্য সড়কপথে যোগাযোগের একমাত্র অবলম্বন। সূত্রে প্রকাশ, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের ক্ষমতায় থাকাকালীন বেইলি সেতুর কাছাকাছি নতুন আরেকটি সেতু নির্মাণের জন্য চারটি স্তম্ভ নির্মিত হয়েছিলো। কিন্তু এই নির্মাণ কার্য্যের আর কোনো অগ্রগতি হয় নি।

          বর্তমানে এই এলাকার মানুষ সম্পূর্ণ্রূপে বহির্জগত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। সারা এলাকায় দুশ্চিন্তা দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেতুটির সারাইয়ের কোন উদ্যোগ গ্রহণ করা হয় নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu