নিষ্ক্রমণ সমীক্ষা নিয়ে বিভ্রান্তি!


সবুজ ত্রিপুরা, ২২ মে : ১৯ মে সাতদফা ভোট পর্ব শেষ হবার পর বিভিন্ন সংবাদমাধ্যম ভোটের ফলাফল নিয়ে যে সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে তাতে উচ্ছ্বাস যেমন তৈরী হয়েছে পাশাপাশি বিভ্রান্তিও তৈরী হয়েছে। যেমন এনডি টিভি/ইন্ডিয়ান এক্সপ্রেস বিজেপি জোটকে সম্ভাব্য আসন সংখ্যা দেখিয়েছে ২৫০। আবার চাণক্য বিজেপি জোটের সম্ভাব্য আসন দিয়েছে ৩৪০। দু’টি নিষ্ক্রমণ সমীক্ষক দলের মধ্যে পার্থক্য ৯০টি আসনের। অর্থাৎ কোন সমীক্ষক দলই কাছাকাছি অবস্থানে নেই। এখন আবার কিছু কিছু সমীক্ষক দল তাদের সংখ্যায় সংশোধনী ঘটাচ্ছে। যেমন উত্তরপ্রদেশে টাইমস নাউ এসপি-বিএসপি দিয়েছে ২০ আসন, এবিপি আনন্দ দিয়েছে ৫৬ আসন। অর্থাৎ সংখ্যা তত্ত্বের কারবারিরা কেউ দেখছে ২০, কেউ দেখছে ৫৬। এটা কি করে হয়! যাই হোক ২৩ মে-তেই হবে সবার পরীক্ষা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu