চলো করি সামাজিক সংস্থার পক্ষ থেকে উত্তর জেলার রাগনা গ্রামে এক সচেতনতামূলক শিবির



সবুজ ত্রিপুরা, নিজস্ব প্রতিনিধি, ২০ মার্চ : ‘সুস্থ পরিবার সুস্থ সমাজ’ - এই লক্ষ্যে  চলো করি সামাজিক  সংস্থার পক্ষ থেকে এক সচেতনতামূলক শিবির আয়োজন করা হলো উত্তর জেলার ধর্মনগরের অন্তর্গত রাগনা গ্রাম পঞ্চায়েতে এর প্রধান উদ্দেশ্য ছিল, শিশুদের পুষ্টি এবং বর্তমানে  শিশুদের উপর যে যৌন আক্রমণ হচ্ছে - এই বিষয়ে অভিভাবকদের সচেতন করা


পূর্বে শিশুদের উপর যৌন আক্রমণ বড় বড় শহরে শোনা যেত কিন্তু বর্তমানে এই প্রকারের ঘটনা আমাদের শহরেও লক্ষ্য করা যাচ্ছে তাই এই আক্রমণ থেকে শিশুদের কিভাবে রক্ষা করা যায় তারই উদ্দেশ্যে অভিভাবকদের নিয়ে একটি আলোচনা চক্র আয়োজন করা হয়এই আলোচনা অংশগ্রহণ  করেন পরিবারের মায়েরা, কারণ তাঁরা সচেতন হলে পরিবার  সুন্দর ও সুস্থ হয়ে উঠবে সীমান্ত এলাকা রাগনা গ্রামে এই প্রথম এরকম আলোচনা চক্র আয়োজন করা হয়েছে




উক্ত আলোচনা চক্রে উপস্থিত ছিলেন রাগনা গ্রাম পঞ্চায়েতের প্রধান যশো মতি দাস উপস্থিত ছিলেন সমাজসেবী শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী এবং চলো করি সংস্থার সম্পাদক শ্রী অভিজিৎ দেব  শিশুদের পুষ্টি ও শিশুদের উপর যৌন আক্রমণ  - এই দুটি বিষয়ে আলোচনা হওয়ায় এলাকাবাসীর অনেক উপকৃত হয়েছেন এবং আগামী দিনে এরকম এরকম আলোচনা হওয়ার অনুরোধ জানিয়েছেন
ছবি - বুদ্ধ ভট্টাচার্য্য



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu